সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সকল ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইসকন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে – বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

২৮ নভেম্বর ২০২৪
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে দল-মত, ধর্ম-গোত্র, জাতি-বর্ণ নির্বিশেষে আপামর সাধারণ জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মের নামে উগ্রবাদ, জঙ্গীবাদ এদেশে কখনো প্রশ্রয় দেয়া হয়নি এবং হবেও না। ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার ব্যাপারে বরাবরই বাংলাদেশের মানুষ সোচ্চার। দেশের অভ্যন্তরিন আইন-কানুনে ভিন্ন কোন দেশের হস্তক্ষেপের মত কুটকৌশল মেনে নেয়া হবে না। দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে এসব কথা বলেন।
দেশে চলমান ইসকনের ধর্মীয় উগ্রতা অতি বাড়াবাড়ি বলে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে দেশকে অস্থিতিশীল করার অচেষ্টা চলছে। গতকাল চট্টগ্রামের কোর্ট চত্তরে হিন্দুত্ববাদ ইসকন সন্ত্রসী হামলা চালিয়ে একজন নিরিহ মুসলিম আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা এহেন ন্যাক্কার জনক ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, হোক সে মুসলিম, হিন্দু, খৃস্টান, বৌদ্ধ বা ভিন্ন কোন ধর্মের। ধর্মের পাশাপাশি আমাদের আর একটি পরিচয় আমরা বাংলাদেশী। দেশকে ভালবেসে অধিকার আদায় ও বৈষম্য দূরীকরণের জন্য ছাত্র জনতার আন্দোলনে যে গৌরবোজ্জল বিজয় অর্জিত হয়েছে তা যেন অক্ষুন্ন থাকে। পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সকল ধর্মালম্বিরা যাতে সম্মিলিতভাবে উগ্রবাদকে প্রতিহত করতে পারে এ ব্যাপারে ধর্মীয় নেতাদের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।
একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দেশের আইন ও বিচার ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন দেশের হুঁশিয়ারীতে কর্ণপাত করতে গেলে তা দেশের সার্বভৌমত্বের পরিপন্থি হবে। পরবর্তীতে দেশ আরো বিপর্যয়ে পতিত হতে পারে। কুটনৈতিক সম্পর্ক্য মানে এই নয় নিজের অস্তিত্বকে বিলিন করা। চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতার কোন ধর্মীয় ইস্যু নয়। দেশীয় রাষ্টদ্রোহ আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। এটিকে যারা ভিন্ন ধারায় প্রবাহিত করার অপচেষ্টা করছে, নিঃসন্দেহে তারা নৈরাজ্য সৃষ্টি ও ধর্মীয় দাঙ্গার মাধ্যমে ভিন্ন কোন গোষ্ঠিকে এদেশের উপর হস্তক্ষেপের পরিবেশ তৈরী করে দেয়ার চক্রান্ত করছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে চক্রান্তকারীদের প্রতিহত করতে হবে। এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এহেন পরিকল্পনা করার সাহস না পায় মর্মে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।