বাংলাদেশে খ্রিষ্টান রাষ্ট্র হবে না ভবিষ্যতে ভারতই ভাঙবে :এ এম এম বাহাউদ্দীন
০৫ জুন ২০২৪ দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ভারত এখন সংকটকাল অতিক্রম করছে। ভবিষ্যতে ভারতই ভাঙবে। দক্ষিণের ভারতে এমন আলামত অলরেডি দেখা যাচ্ছে। আর উত্তর-পূর্ব নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমরা পাহারা দিয়ে রাখছি, না হলে টিকতে পারবে না। মোদি ভারত থেকে বাংলাদেশে সমর্থন দিতে গিয়ে মূলধারার মানুষদের অস্বীকার করেছে। তাদের পরিণতি
দুনিয়া ও আখিরাতে কামিয়াবির জন্য মাদরাসা শিক্ষার বিকল্প নেই: প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী
৩০ মে ২০২৪ সাধারণ শিক্ষায় শিক্ষিতদের থেকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা অধীক বিচক্ষণ ও মেধাবী হয়ে থাকে বলে মন্তব্য করেছেন দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে পারিবারিক জীবনে মাদরাসার শিক্ষার্থীরাই এগিয়ে। দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কামিয়াবী নিহিত মাদরাসা শিক্ষা ধারায়।
অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী হাসপাতালে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর রোগমুক্তি কামনা
জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি পীরজাদা অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল জমিয়াত মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাথেসাথে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন। পরবর্তী সময়ে জমিয়াত মহাসচিব চট্টগ্রামস্থ গাউছুল আজম স্মৃতিতে কাগতিয়া
প্রধানমন্ত্রীর গৌরবোজ্জ্বল শাসনকালকে কলুষিত করার পাঁয়তারা চলছে: প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী
১৯ মে ২০২৪ অবহেলিত, সুবিধা বঞ্চিত ও কোণঠাসা এবতেদায়ি মাদরাসাসমূহের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে দেশের শিক্ষা ব্যাবস্থাকে বৈষম্যমুক্ত করা সময়ের দাবী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। তিনি বলেন, ২০১১ সালের ২০ এপ্রিল জমিয়াতুল মোদার্রেছীনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সমাবেশে প্রধানমন্ত্রী স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার শিক্ষকদের সম্মানী প্রদানের ঘোষণা দিয়েছিলেন এবং
জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ মে ২০২৪ আজ দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঢাকাস্থ উল্লেখযোগ্য মাদরাসা প্রধানদের সমন্বয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবুজাফর মোঃ ছাদেক হাসানের সঞ্চালনায় সংগঠনের ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী উপস্থিত থেকে বলেন,
দাখিল পরীক্ষায় সন্তোষজন ফলাফলে জমিয়াতুল মোদার্রেছীনের শুকরিয়া
১২ মে ২০২৪ আজ সারাদেশে একযোগে এস এস সি, দাখিল ও এস এস সি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ৭৯.৬৬ শতাংশ সন্তোষজনক ফলাফলের মাধ্যমে উত্তির্ণ হয়েছে। আশানুরূপ ফলাফলে দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব
অধ্যক্ষ ড. আব্দুর রহমান এর ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীনের শোক
১৯ এপ্রিল ২০২৪ বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় জেলা সভাপতি, নূরুল আলা নূর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আব্দুর রহমান সাহেব আজ ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার ভোর ৪.৩০ ঘটিকায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর ইন্তেকালে দেশের
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান’কে জমিয়াতুল মোদার্রেছীনের ফুলেল শুভেচ্ছা
০৪ এপ্রিল ২০২৪ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর’কে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের সহকারী মহাসচিব অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ ও সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান এর নেতৃত্বে দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের একটি প্রতিনিধিদল আজ মাদ্রাসা
আলেম ওলামা পীর মাশায়েখরা উগ্রতামুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন: জমিয়তের ইফতার মাহফিলে এ এম এম বাহাউদ্দীন
৩১ মার্চ ২০২৪ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন,মাদরাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ তা’ মেনে নিবে না। তবে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে দূরে সরিয়ে দেয়ার কারণে মাদরাসা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। অভিভাবকগণ সন্তানদের কী শিক্ষা দিবে এ নিয়ে চিন্তিত। ঈমান আক্বিদা ও আদর্শ থাকবে না বিধায় অভিভাবকরা
ইবতেদায়ী মাদরাসাকে আরো যুগোপযোগী ও গতিশীল করা জরুরি: প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী
২০ মার্চ ২০২৪ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক মতবিনিময় সভায় মিলিত হন। গত শনিবার জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এইচ এম আনোয়ার মোল্লা’র সভাপতিত্বে ও সেক্রেটারী প্রিন্সিপাল এ টি এম মোস্তফা হামিদী’র সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় মহাসচিব বলেন, ২০১১ সনে জমিয়াত ও