রাষ্ট্র মেরামতে শিক্ষিত আলেম সমাজের কোন বিকল্প নেই: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ এম এম বাহাউদ্দীন
০৬ অক্টোবর ২০২৩ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, রাষ্ট্র মেরামতের জন্য শিক্ষিত আলেম সমাজের কোন বিকল্প নেই। অর্থাৎ নৈতিক মান সম্পন্ন শিক্ষক ছাড়া সুন্দর সমাজ ও দেশ গঠন সম্ভব নয়। এ জন্য শিক্ষকদের মান মর্যাদা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মাদরাসা শিক্ষকদের মান মর্যাদার দিকে অবশ্যই নজর দিতে হবে। কারণ নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষিত সুনাগরিক গড়ে তোলার জন্য এদেশের আলেম সমাজ তথা মাদরাসার শিক্ষকগণই নিরলস কাজ করে যাচ্ছেন। আর শিক্ষকদের সার্বিক উন্নয়ন এবং মাদরাসা শিক্ষা প্রসারে জমিয়াতুল মোদার্রেছীনও জন্মলগ্ন থেকে কাজ করে যাছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে জমিয়াতুল মোদার্রেছীনের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষকদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জয়িাতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুফতি মাওলানা মুহাম্মদ এজহারুল হক। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জাফর সাদিক।
প্রধান অতিথির বক্তব্যে এ এম এম বাহাউদ্দীন বলেন, শিক্ষকদের জীবন মানের উন্নতি ছাড়া সুন্দর সমাজ ও দেশ গঠন সম্ভব নয়। একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করতে হলে নীতিবান তথা ঈমানদার শিক্ষকের প্রয়োজন। বর্তানে সমাজে যে অবক্ষয় অধপতন তাকে শুদ্ধ করতে হলে অবশ্যই ঈমানদার শিক্ষক দরকার। আর নীতিনৈতিকতা সম্পন্ন শিক্ষিত জতি গঠন করতে হলে দেশের মাদরাসা শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। মাদরাসা শিক্ষার প্রসারের মধ্য দিয়ে নৈতিক মান সম্পন্ন আলোকিত নাগরিক গড়ে তোলা সম্ভব। আদর্শ শিক্ষকের মধ্যমেই গঠিত হবে আলোকিত সমাজ ও একটি সুন্দর দেশ।
তিনি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এদেশের মাদরাসা শিক্ষকদের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন। এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা এম এ মান্নান (রহ.) প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদরাসা শিক্ষার প্রসার ও উন্নয়নে কাজ করেছেন। তার হাত ধরে শিক্ষকদের অনেক দাবি পূরণ হয়েছে। মাদরাসার শিক্ষা অনেক বিকাশ লাভ করেছে। বর্তমানে আমরা শিক্ষকদের মান মর্যদা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছি। আমরা মাদরাসা শিক্ষকদের চাকরী জাতীয় করনের জন্য প্রথম দাবি জানিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল শিক্ষক মহাসমাবেশের মাধ্যমে আমরা এ দাবি তুলে ধরেছি। আশা করি এ দাবি অবশ্যই পূরণ হবে।
এ এম এম বাহাউদ্দীন বলেন, ১৮ কোটি মানুষের এ দেশে ৯২ শতাংশ মুসলমান। আলেম সমাজ একটি সুন্দর সমাজ নির্ভর দেশ গঠনের লক্ষ্যে বহু বছর আগে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদরাসা গড়ে তুলেছেন। নি:স্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। আজকের আলেম সমাজ সে লক্ষ উদ্দেশ্য থেকে অনেকটা দূরে সরে এসেছেন। তাই এ উপলব্দিকে বিবেচনায় নিয়ে আমাদেরকে আগে পরিশুদ্ধ হতে হবে। তাহলেই আমরা আমাদের মনজিলে মকসুদে পৌঁছাতে পারব ইনশা আল্লাহ।
প্রধান আলোচক জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী বলেন, জামিয়াতুল মোদার্রেছীন একটি আদর্শ সুন্দর সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। মাদরাসা শিক্ষকদের একক সংগঠন হিসাবে সারাদেশে এ সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা এম এ মান্নান (রহ.) এর নেতৃত্বে আমাদের অনেক দাবি পূরণ হয়েছে। বর্তমান সভাপতির নেতৃত্বে আমাদের অবশিষ্ট দাবিগুলো পূরণ হবে বলে আমি বিশ্বস করি।
তিনি বলেন, মাদরাসা শিক্ষার প্রসারের জন্য এর স্বতন্ত্র কারিকুলাম প্রয়োজন। আমলা নির্ভর কারিকুলাম দিয়ে মাদরাসা শিক্ষার প্রসার সম্ভব নয়। মাদরাসা শিক্ষকদের নিয়ে মাদরাসার কারিকুলাম গঠন করতে হবে। আর তা হতে হবে এদেশের সমাজ ও মানুষের জীবন মানের আলোকে। বিদেশী সংস্কৃতির আলোকে মাদরাসার কারিকুলাম হলে তা গ্রহণ যোগ্য হবে না।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঘিয়া আলআমীন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবুবকর সিদ্দিক, ভোলা জেলা সেক্রেটারী, উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, গাজীপুর জেলা সভাপতি, অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, গাজীপুর মহানগরী সভাপতি, অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ, নারায়নগঞ্জ মহানগর সভাপতি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহজাহান মিয়া, নারায়নগঞ্জ জেলা সভাপতি, অধ্যক্ষ আ ন ম বোরহান উদ্দীন, নরসিংদী জেলা সভাপতি, অধ্যক্ষ আব্দুল জলিল মিয়া, মানিকগঞ্জ জেলা সভাপতি, অধ্যক্ষ মাওলানা আতিকুল ইসলাম, ফরিদপুর জেলা সভাপতি, অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা, মাদারীপুর জেলা সেক্রেটারী, অধ্যক্ষ মাওলানা আবুরাফে মোঃ ফেরদাউস, শরিয়তপুর জেলা সভাপতি, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তছলিম উদ্দিন, রাজবাড়ি জেলা সভাপতি, অধ্যক্ষ আবুল ইরশাদ মোঃ সিরাজুম মুনির, গোপালগঞ্জ জেলা সভাপতি, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, কিশোরগঞ্জ জেলা সভাপতি, মাওলানা মোঃ মাসুদ আলম, টাঙ্গাইল জেলা সেক্রেটারী, অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম, ফেনী জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নূরুল আফসার ফারুকী, ঢাকা জেলা সেক্রেটারী মাওলানা মোঃ জালাল উদ্দীন মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আবু জাফর, মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাওলানা স ম আব্দুল হাকীম জেহাদী।
উপস্থিত ছিলেন, মাওলানা আবু তাহের ভুইয়া (নারায়নগঞ্জ), মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ (নারায়নগঞ্জ), মাওলানা আব রায়হান ভুইয়া (নরসিংদী), অধ্যক্ষ মাওলানা রাকিবুল ইসলাম (গাজীপুর), অধ্যক্ষ মাওলানা মুনসুর আলম (গাজীপুর), সুপার মাওলানা আকরাম হোসেন (মানিকগঞ্জ), অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান (ফরিদপুর), অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান (শরীয়তপুর), অধ্যক্ষ মাওলানা আবু মুছা আশয়ারী (রাজবাড়ি), অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ (গোপালগঞ্জ), সুপার মাওলানা মোঃ মনিরুজ্জামান (কিশোরগঞ্জ), মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা মোঃ লেকমান, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোঃ ইব্রাহীম, মাওলানা মোঃ মোস্তফা, মাওলানা মোঃ সাইফুল্লাহ, মাওলানা মোঃ সিদ্দিকুল্লাহ পাটোয়ারী, মাওলানা মোঃ আবুল হাশেম, মাওলানা মোঃ মোরশেদ, মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ রহমত উল্লাহ, মাওলানা মোঃ হেদায়েত উল্লাহ, মাওলানা মোঃ জালাল উদ্দীন, মাওলানা মোঃ গেলাম মোস্তফা, মাওলানা মোঃ শহিদুল্লাহ, মাওলানা মোঃ ইসমাইল হোসেন মিয়াজী, মাওলানা ড. মোঃ ইউসুফ, মাওলানা মোঃ আবুজাফর মোঃ হেলাল উদ্দীন, মাওলানা মোঃ রূহুল কুদ্দুস, মাওলানা মোঃ আজিজুর রহমান, মাওলানা মোঃ আবু জাফর, মাওলানা মোঃ এরশাদ উল্লাহ, মাওলানা মোঃ আবু সুফিয়ান, মাওলানা মোঃ আমিনুর রহমান, মাওলানা মোঃ সাইদুর রহমান, মাওলানা মোঃ শফিকুর রহমান, মাওলানা মোঃ আব্দুল হালিম মিয়া, মাওলানা মোঃ নুরুন্নবী পাটোয়ারী, মাওলানা মোঃ বিলাল হোসেন, মাওলানা মোঃ আব্দুল খালেক, মাওলানা মোঃ আবু হানিফ, মাওলানা মোঃ আসাদুল হক, মাওলানা মোঃ লোকমান হোসেন, মাওলানা মোঃ আবুবকর সিদ্দিক, মাওলানা মোঃ মোতাহার হোসেন, মাওলানা মোঃ শফিহ উদ্দীন, মাওলানা মোঃ নুরুজ্জামান, মাওলানা মোঃ খোরশেদ আলম, মাওলানা মোঃ হাদিউল ইসলাম, মাওলানা মোঃ বিল্লাল হোসেন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ নূরুল ইসলাম, মাওলানা মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ আকবর হোসেন, মাওলানা মোঃ আাজজুর রহমান, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।