১৮ জুলাই ২০২৩
দেশের সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনার বিষয়টি সংসদে উত্থাপিত হওয়ার পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী ও সরকারি শিক্ষক-কর্মচারীদের মাঝে বেতন বৈষম্য সৃষ্টি হয়।
সৃষ্ট এ বৈষম্যের বিরূপ প্রভাব উপলব্ধি করে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বৈষম্য দূরীকরণ ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে তাদেরও সরকারিদের ন্যায় ৫ শতাংশ প্রণোদনা প্রদানের দাবি জানায়। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের সাথে সাথে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও একই হারে ৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করায় সংগঠনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান। একইসাথে শিক্ষকদের যৌক্তিক দাবি পূর্নাঙ্গ ঈদ বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসাভাতাসহ দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।