জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি পীরজাদা অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল জমিয়াত মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাথেসাথে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন। পরবর্তী সময়ে জমিয়াত মহাসচিব চট্টগ্রামস্থ গাউছুল আজম স্মৃতিতে কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসার নির্মানাধীন শরহ ক্যাম্পাস পরিদর্শন করেন। একইসাথে মাদরাসার অধ্যক্ষ ও কাগতিয়া দরবার শরীফের পীর সাহেবের সাথে মাদরাসার বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করেন।