জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ মে ২০২৪ আজ দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঢাকাস্থ উল্লেখযোগ্য মাদরাসা প্রধানদের সমন্বয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবুজাফর মোঃ ছাদেক হাসানের সঞ্চালনায় সংগঠনের ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী উপস্থিত থেকে বলেন, মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীন পূর্বের তুলনায় অনেক বেশী সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। মাদরাসা শিক্ষায় এক নতুন মাত্রা যুক্ত করণে আমরা কাজ করে যাচ্ছি। অচিরেই শিক্ষক-শিক্ষার্থীগণ যার ফল ভোগ করবে ইনশাআল্লাহ। গুটিকয়েক কুচক্রি ও হীনমন্য ব্যক্তি জমিয়াতকে অসম্মানিত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, এদের থেকে মাদরাসা প্রধান, শিক্ষক-কর্মচারী ও সর্বস্তরের জমিয়াত নেতৃবৃন্দকে সতর্ক থাকার অনুরোধ জনিয়ে তিনি বলেন, ভুলে যাবেন না আলেম ওলামা, পীর মাশায়েখগণের হাতেগড়া জমিয়াতুল মোদার্রেছীন। যারা ওফাৎ বরণ করেছেন তাঁদের রুহানী ফায়েজ এ সংগঠনের সাথেই রয়েছে। জমিয়াতের সাথে অতীতে যারা দুশমনি করেছে তাদের করুণ পরিণতি আমরা দেখেছি। বর্তমানে যারা এহেন কর্মকান্ডে জড়িত তাদের অবস্থাও ব্যতিক্রম হবে না।
সাংগঠনিক প্রক্রিয়া ব্যক্ত করে মহাসচিব বলেন, দেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও যুগোপযুগি করে গড়ে তোলার জন্য জমিয়াতুল মোদার্রেছীন অতীতে যেমনি-ভাবে সরকারকে সহযোগিতা করেছে, বর্তমানেও তদ্রূপ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্প্রতি দাখিল পরীক্ষায় যেসকল মাদরাসাসমূহ সন্তোষজনক ফলাফলের মাধ্যমে মাদরাসা শিক্ষার ভাবমূর্তি উজ্জ্বল করেছে সেসকল মাদরাসা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের মোবারক-বাদ জানিয়ে আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ প্রতিষ্ঠানসমূহকে নিজেদের ভুল-ত্রটি চিহ্নিত করে আগামীতে একটি সুন্দর ফলাফল প্রত্যাশায় প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার মানে উন্নীত করণে যেসকল বিষয়াদি সংযোজন-বিয়োজন করা প্রয়োজন সেবিষয়ে উপস্থিত সকলেই মুক্ত আলোচনা উপস্থাপন করেন।
একইসাথে ফলাফলের দিকদিয়ে দেশসেরা মাদরাসা হিসেবে নির্বাচিত হওয়ায় রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবুবকর সিদ্দীক’কে বিশেষ সম্মাননায় ভূষিত করার পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত ঢাকাস্থ বিভিন্ন মাদরাসা প্রধানগণকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ঢাকা ও ঢাকা জেলার পার্শ্ববর্তী বিভিন্ন মাদরাসা প্রধানগণ উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ-নেন।