১২ মে ২০২৪
আজ সারাদেশে একযোগে এস এস সি, দাখিল ও এস এস সি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ৭৯.৬৬ শতাংশ সন্তোষজনক ফলাফলের মাধ্যমে উত্তির্ণ হয়েছে।
আশানুরূপ ফলাফলে দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী আল্লাহর শোকর আদায় করে এক বিবৃতিতে বলেন, বরাবরই মাদরাসা শিক্ষার্থীরা পাশের দিকদিয়ে এগিয়ে থাকে। নিঃসন্দেহে যা আমাদের জন্য গৌরবের বিষয়।
নেতৃবৃন্দ দেশের সকল মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদের পাশাপাশি মাদরাসা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরসমূহকে একটি নিভুর্ল ফলাফল প্রকাশের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে নেতৃবৃন্দ এমন সন্তোষজন ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় মাদরাসা শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।