অধ্যক্ষ ড. আব্দুর রহমান এর ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীনের শোক
১৯ এপ্রিল ২০২৪
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় জেলা সভাপতি, নূরুল আলা নূর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আব্দুর রহমান সাহেব আজ ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার ভোর ৪.৩০ ঘটিকায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর ইন্তেকালে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গভীর শোক প্রকাশ করেছে।
সংগঠনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, আলহাজ্ব মাওলানা ড. আব্দুর রহমান সাহেব নূরুল আলা নূর কামিল মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করে দ্বীনি শিক্ষা উন্নয়নে দীর্ঘকাল যাবত ভুমিকা রেখে গেছেন।
সর্বশেষে জমিয়াত নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি এমন শোকার্ত মুহূর্তে যাতে তার পরিবার পরিজন ধৈর্যধারণ করতে পারেন সেজন্য আল্লাহর দরবারে দুয়া করেন। মরহুমের জানাজা আজ বিকাল ৫ ঘটিকায় পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।