ইবতেদায়ী মাদরাসাকে আরো যুগোপযোগী ও গতিশীল করা জরুরি: প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী
২০ মার্চ ২০২৪
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক মতবিনিময় সভায় মিলিত হন। গত শনিবার জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এইচ এম আনোয়ার মোল্লা’র সভাপতিত্বে ও সেক্রেটারী প্রিন্সিপাল এ টি এম মোস্তফা হামিদী’র সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় মহাসচিব বলেন, ২০১১ সনে জমিয়াত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে এক বৈঠকে জমিয়াতের দাবির প্রেক্ষিতে ইবতেদায়ী প্রধানদের উপযুক্ত সম্মানী প্রদানের আশ্বাস দিলেও তা আজও বাস্তবতার মুখ দেখেনি। যুগের পর যুগ সুবিধা বঞ্চিত হয়ে মানবেতর দিনাতিপাত করছেন তারা। উন্নয়নশীল দেশ হিসেবে তালিকাভুক্ত হওয়া একটি দেশের নির্দিষ্ট স্তরের শিক্ষকগণ অবহেলিত থাকবে, এটি কখনই কাম্য নয়। একইসাথে ২০০৭ সাল থেকে নতুন ইবতেদায়ী মাদরাসা স্বীকৃতি দেয়া বন্ধ হয়ে এখন পর্যন্ত চালু হয়নি। ফলশ্রুতিতে অগণিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষাধারাকে টিকিয়ে রাখতে হলে ইবতেদায়ী স্তরকে আরো যুগোপযুগী ও গতিশীল করা জরুরি। অন্যথায় কালের পরিক্রমায় সিনিয়র মাদরাসাসমূহ শিক্ষার্থী শূন্য হয়ে পড়বে। সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ রাখা হয়েছে, যা চরম বৈষম্যের সামিল। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা সময়ের দাবি।
সভায় চাঁদপুর জেলা জমিয়াত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকান্ডকে তরান্বিত করার ব্যাপারে অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছাদেক হাসান, হাজীগঞ্জ উপজেলা সভাপতি প্রিন্সিপাল মো. আনিছুর রহমান, কচুয়া উপজেলা সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ আলী আককাস, প্রিন্সিপাল আবু জাফর মো. মঈনুদ্দীন, প্রিন্সিপাল মো. মাছুম বিল্লাহ মজুমদার, প্রিন্সিপাল মুহাম্মদ আলী উদ্দিন, প্রিন্সিপাল মো. মিজানুর রহমান খন্দকার, প্রিন্সিপাল মো. ইউনুছ, প্রিন্সিপাল আবুল হাছান মো. ছাইফুল্লাহ, প্রিন্সিপাল মো. জিয়া উদ্দীন খন্দকার প্রমুখ।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজীকে চাঁদপুর জেলা জমিয়াত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।