প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী: প্রকৃত দেশপ্রেমিক কখনই দুর্নীতি করতে পারে না
১৭ ডিসেম্বর ২০২৩ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব ভূখ- পেয়েছি। এ ভূখ- রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। সার্বভৌমত্ব রক্ষা, বর্হিঃবিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের অর্থনৈতিক-সামাজিক উন্নয়নের পাশাপাশি শান্তিশৃঙ্খলা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকা প্রত্যেকের ঈমানী দায়িত্ব। রাসূলে আকরাম (স.) আমাদের যেমনিভাবে দেশ প্রেম শিক্ষা দিয়েছেন, তেমনিভাবে স্বদেশের প্রতি নিজ নিজ কর্তব্য পালন করে যেতে হবে। বিজয় দিবসকে কেন্দ্রকরে দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন যুবরাজের সভাপতিত্বে দারুল ফালাহ ছালেহীয়া সাহেব আলী আলিম মাদরাসা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়াত মহাসচিব বলেন, দেশ প্রেম ঈমানের অংশ। যেসকল বিষয়সমূহের প্রতি অনিহা, অনাগ্রহ দেখালে ঈমানের দুর্বলতা প্রকাশ পায় তন্মধ্যে দেশ প্রেম একটি।
প্রতিটি সুনাগরিকের মাঝে দেশের প্রতি অকৃত্রিম ভালবাসা থাকলে সুন্দর ও সুশৃঙ্খল একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশ পরিচিতি লাভ করবে। প্রকৃত দেশ প্রেমিক কখনই দুর্নীতি করতে পারে না, দেশের সম্পদ অন্যত্র স্থানান্তর করতে পারে না, নিজে অন্যায় করতে পারে না এবং অন্যায়কে প্রশ্রয়ও দিতে পারে না। খুন, গুম, মাদক, জঙ্গীবাদের মতো ঘৃণিত কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। সর্বপরি দেশের ক্ষতি হয়, ভাবমুর্তি নষ্ট হয় এমন কাজ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই প্রকৃত দেশ প্রেমির বৈশিষ্ট। পাঠ্যবইয়ে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার কথা থাকলেও এর অনেকাংশই শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রয়োগ করতে দেখা যায় না। শুধু তাই নয় প্রবীণ-নবীণ অনেকেই প্রকৃত দেশপ্রেম সম্পর্কে জানেন না। যার দরুণ সমাজ আজ বিষাক্ত হয়ে উঠেছে। রন্ধ্ররন্ধ্রে দুর্নীতি, অন্যায়, অসামাজিকতা, অনৈতিকতায় সয়লাব। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ দেশের প্রতি আন্তরিকতা, দেশের মাটি ও মানুষের সাথে পরিশুদ্ধ ভালবাসার বন্ধন স্থাপন ও সকলের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। বাল্যকাল থেকেই দেশের প্রতি দায়িত্ববান হওয়ার শিক্ষা দিতে হবে। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
এসময় তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ ও আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যাদের রক্তের বিনিময়ে, প্রজ্ঞা ও চাতুর্জতার ফলশ্রুতিতে, অনুপ্রেরণায় আজ আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি, পিছিয়ে পড়া জাতী থেকে অগ্রযাত্রার সুযোগ পেয়েছি, লাঞ্ছনা-বঞ্চনা থেকে মুক্তি পেয়েছি, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শন কেবল একটি দিনকে কেন্দ্র করে নয় বরং বছরব্যাপী এ কৃতজ্ঞতা প্রকাশ করলেও তা তাদের অবদানের কাছে মøান হয়ে যায়।
মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আবুজাফর মো. ছাদেক হাসান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। এদেশের পাহাড়ি অঞ্চল, মিয়ানমারের আরাকান রাজ্য, ভারতের সেভেন সিস্টারের কিছু অংশ নিয়ে জুমল্যান্ড বা খ্রিষ্টান রাষ্ট্র গঠনের পায়তারা চলছে। আমরা ঐক্যবদ্ধভাবে নিজ ভূমি রক্ষা করবো ইনশাআল্লাহ। বিধর্মীরা স্বাধীনতা চাইলে সাথে সাথে তা পেয়ে যায়। যার বাস্তব দৃষ্টান্ত পূর্বতিমুর ও দক্ষিণ সুদান। অথচ সত্তর বছরেও কাশ্মির এবং ফিলিস্তিন স্বাধীনতা পাচ্ছে না। পশ্চিমা রাষ্ট্রসমূহ কর্তৃক প্রভাবিত জাতিসংঘ আজ শয়তান সংঘে পরিণত হয়েছে। তারা ইচ্ছে করলে এক মাসের মধ্যেই ফিলিস্তিন স্বাধীন হওয়া সম্ভব। তাই সময় এসছে এই জাতিসংঘের পরিবর্তে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডুমনি নূরপাড়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বরকত উল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. আল-আমীন, টঙ্গি মীরাশপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল বারী আকন্দ, খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মো. মানসুর, আল-কারিম জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান মুহীব্বি, মাওলানা মো. সিদ্দিকুর রহমান, মাওলানা মো. আনোয়ার হোসেন, মাওলানা মো. আসাদুল হক, মাওলানা মো. রেজাউল করিম, মাওলানা মো. হেদায়েত উল্লাহ, মাদরাসা সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মোতালিব প্রমুখ।
আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
সবশেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, দেশ ও জাতীর সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।