মাওলানা আব্দুল মতিন এর ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীনের শোক
২৪ অক্টোবর ২০২৩ দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রিয় নেতা ও মাগুরা জেলাধীন ছয়ঘড়িয়া এ বি এস ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন স্ট্রোক জনিত কারণে গত সোমবার বাদ জোহর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ৫ পুত্র ও স্ত্রী রেখে যান তাঁর ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আব্দুল মতিন জমিয়াতুল মোদার্রেছীনের একজন একনিষ্ট কর্মী ছিলেন। দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে তাঁর অবদান অপরিসীম। তার ইন্তেকালে দেশ একজন বিচক্ষণ ও দূরদর্শীতা সম্পন্ন অভিজ্ঞ শিক্ষা বান্ধব ব্যাক্তিকে হারিয়েছে। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবার পরিজন যাতে এ শোকার্ত সময়ে দৈর্য্যধারণ করতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দুয়া প্রার্থনা করছি। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় তাঁরই প্রতিষ্ঠিত ছয়ঘড়িয়া এ বি এস ফাযিল মাদরাসা প্রাঙ্গনে মাওলানা আব্দুল মতিন এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হয়। যেখানে মরহুমের হাজার হাজার ভক্ত, অনুরক্ত, ছাত্র, মুহিব্বিন সমবেত হয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। উক্ত জানাজায় জমিয়াত মহাসচিব অংশ নিয়ে উপস্থিত মুসল্লিদের মাঝে মরহুম মাওলানা আব্দুল মতিন এর জীবন- কর্ম ও দ্বীনি শিক্ষায় অবদান বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মরহুম মাওলানা আব্দুল মতিন ছিলেন অত্যন্ত সৎচরিত্রবান ও উত্তম আদর্শ সম্পন্ন একজন দ্বীনদার মানুষ। দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষার মান উন্নয়নে তিনি জমিয়াতুল মোদার্রেছীনের সাথে সম্পৃক্ত থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। তিনি অবসরের পরও মাদরাসার সার্বিক বিষয়ে খোঁজ খরব নিতেন ও সুবিধা অসুবিধাসমূহ গুরুত্বের সাথে দেখতেন। লোভ, হিংসা, পরশ্রিকাতরতা থেকে সর্বদাই নিজেকে মুক্ত রাখতেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রিয় সহসভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলাম, সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিশিষ্ট রাজনীতীবিদ অনিন্দ ইসলাম অমিত, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, প্রফেসর ড. মোহাব্বত হোসেন, আলী আহমদ, ইব্রাহীম বিশ্বাস, অধ্যক্ষ ড. মাওলানা এইচ এম শহীদুল ইসলাম (রাজশাহী), অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান (মাগুরা), মাওলানা নেছার উদ্দীন, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, সহযোগী অধ্যাপক মোঃ আলতাফ হোসেন, মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র উপাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন।