১৮ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা মহানগরীর তুরাগ থানার সেক্রেটারী ও ভাটুলিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আ. লতিফ (৫০) গতকাল সকালে কর্মস্থলে দায়িত্ব পালন অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ইন্তেকালে মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বিকালে মাদরাসায় প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন কালারাজা গ্রামে তার লাশ নিয়ে যায়। দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মরহুমের জানাজা নামাজে ঢাকার উত্তর অঞ্চলের ও টঙ্গীর সকল মাদরাসার প্রধানগণ সর্বস্তরের ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন মাদরাসার সাবেক সভাপতি মো. আ. বারিক মিয়া, ডুমনি মাদরাসার প্রিন্সিপাল মাও. মো. বরকতুল্লাহ ও ঢাকা মহানগরীরর জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা মো. জাফর ছাদেকসহ প্রমূখ ওলামায়ে কেরাম ।