দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আলেম ওলামাগণ ভূমিকা রেখে আসছে: শাব্বীর আহমদ মোমতাজী
১০ আগস্ট ২০২৩
দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে আলেম ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতি নির্ধারণী কর্র্তৃপক্ষের উচিত ডেঙ্গু, অনাবৃষ্টি, খরা, তাপদাহ, অতিবৃষ্টিসহ সকল ধরণের দুর্যোগ ও অস্থিতিশীলতা থেকে দেশ রক্ষার্থে আলেম ওলামাদের কাজে লাগানো। দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এসব কথা বলেন।
গত বুধবার সন্ধায় মৌকারা দরবারের পীরসাহেব ও জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব শাহ্ নেছার উদ্দীন ওয়ালিহী জমিয়াত কেন্দ্রীয় দফতরে সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতর কথা উত্থাপন করতে গিয়ে বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের সচেতনতার পাশাপাশি আল্লাহর রহমত অতীব জরুরি। সচেতনতা ও আল্লাহর রহমত প্রাপ্তির বিষয়ে সাধারণ জনগণকে উদ্ভুদ্ধকরণে আলেম ওলামাগণ বিশেষ করে জমিয়াতুল মোদার্রেছীনের সদস্যগণ সর্বোচ্চ ভূমিকা রেখে আসছে। দেশের অগ্রযাত্রাকে তরান্বিত করা ও সাধারণ মানুষের জীবনধারণের মান উন্নয়নে জমিয়াতুল মোদার্রেছীন পূর্বের ন্যায় আগামীতেও ভূমিকা রাখবে। পথসভা, সেমিনার কিংবা বিজ্ঞাপনের থেকেও দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ মসজিদের খুতবা, ইসলামি কনফারেন্স ও মাহফিল সমূহের বক্তব্যকে অধিক মূল্যায়ন করে। তাই এসকল ক্ষেত্র থেকে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়া দরকার। সাথে সাথে আল্লাহর রহমত কামনার পাশাপাশি সকল ধরণের অনৈতিক কর্মকা- থেকে নিজেদের মুক্ত রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি দেশের নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে আলেম ওলামাদের সাথে নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়ায় প্রত্যয়ী হওয়ার আহ্বান জানান।
এসময় সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক প্রিন্সিপাল মাওলানা এজহারুল হক ও মৌকারা আলিয়া মাদরাসার প্রিন্সিপালসহ মৌকারা দরবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।