বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫% প্রণোদনা প্রদানের দাবি
০৯ জুলাই ২০২৩ ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্যকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫% প্রণোদনা প্রদানের প্রস্তাব উপস্থাপন করলে তা অর্থমন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়ে দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও মূল বেতনের ৫% প্রণোদনা প্রদানের দাবি জানিয়েছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
গতকাল সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫% প্রণোদনা প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এরমাধ্যমে দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী স্বাভাবিক জীবনধারণে অনেকটাই সহযোগিতা হবে। কিন্তু ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেলের যে সমতা নিরূপন করা হয়েছিল তা ব্যাহত হবে। তাই বেতন স্কেলের সমতা ঠিক রাখার জন্য এবং চলমান দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতীর মাঝে কিছুটা সহযোগিতার্থে সরকারি শিক্ষক-কর্মচারীদের সাথে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও মূল বেতনের ৫% প্রণোদনা প্রদান সময়ের দাবি।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাশে দাঁড়িয়ে উদারতার পরিচয় দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযুগি ও আধুনিকায়ন করার লক্ষ্যে নানাবিধ পদক্ষেপের মাধ্যমে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছেন। তারই ধারাবাহিকতায় জীবন যাত্রার মান উন্নয়নে সরকারি কর্মচারীদের সাথে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫% প্রণোদনা প্রদানের মাধ্যমে তাঁর গৌরব ও মর্যাদা অক্ষুন্ন রাখবেন। এবিষয়ে প্রধানমন্ত্রী বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন বলে বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ আশাবাদী।