স্বতন্ত্র ইবতেদায়ীর সমস্যা সমাধানে বাজেটে অন্তর্ভুক্ত করুন: জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব
দেশের মাদরাসা শিক্ষাকে টিকিয়ে রাখতে মাদরাসার স্বকীয়তা বজায় রেখে অগ্রসর হতে হলে ইবতেদায়ী স্তরের মাদরাসাসমূহ বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহের উন্নয়ন অপরিহার্য। ইবতেদায়ী স্তরের শিক্ষক-শিক্ষার্থীগণকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান না করলে অদূর ভবিষ্যতে মাদরাসার উচ্চতর স্তরসমূহে শিক্ষার্থী সংখ্যা হ্রাস পাবে। বিষয়টি চলমান বাজেটে অন্তর্ভূক্ত করে আসুসমাধানের ঘোষণা অতিব জরুরি।
গতকাল দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সর্ববৃহৎ পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এসব কথা বলেন।
জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত মাদরাসা শিক্ষারমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়াত কেন্দ্রীয় মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিত প্রচেষ্টা ও সদিচ্ছায় দেশের মাদরাসা শিক্ষার সকল স্তরে আজ উন্নয়ন বিরাজমান। প্রকৌশল, মেডিক্যাল, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠসমূহে মাদরাসা শিক্ষার্থীদের বিচরণ অহরহ। মেধাতালিকার অগ্রভাগে তারা স্থান করে নিতে সক্ষম হচ্ছে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় মাদরাসা শিক্ষার ফিডার ক্লাস তথা ইবতেদায়ী স্তর নানাভাবে বৈষম্যের স্বীকার হয়ে আজ শিক্ষার্থী শূন্য প্রায়। বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহের শিক্ষকগণ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ন্যূনতম সম্মানীটুকু পাচ্ছেন না। ফলে শ্রেণিকক্ষে পাঠদানে অনুৎসাহিত হচ্ছে তারা। একইসাথে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা যে সকল সুযোগ-সুবিধা ভোগ করেছ তার কিছুই তারা পাচ্ছে না। ফলে ক্রমশ শিক্ষার্থী সংখ্যা হ্রাস পাচ্ছে। এর ধারা অব্যাহত থাকলে এবং দ্রুত আসুসমাধান না করলে এক সময় মাদরাসা থাকবে কিন্তু শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না। মাদরাসা সমূহ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে। ফলশ্রুতিতে মাদরাসা শিক্ষা উন্নয়নে প্রধানমন্ত্রীর সকল অবদান মøান হয়ে যাবে।
একইসাথে তিনি চলমান বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক-শিক্ষার্থীদের বিষয়টি অন্তর্ভূক্ত করে উপস্থাপনের জন্য আহ্বান জানান।
শেরপুর জেলা সিনিয়ার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে জেলা সেক্রেটারি মো. মেরাজ উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন, জমিয়াতের কেন্দ্রীয় জনকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা মো. মশিউর রহমান, মাওলানা ফজলুর রহমান, মওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শরাফত আলী, মাওলানা আইনউদ্দীন প্রমুখ।
সভায় প্রিন্সিপাল মাওলানা নূরুল আমীনকে প্রধান উপদেষ্টা, প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমানকে সভাপতি ও মো. মেরাজ উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়।