জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিবের সাথে মুনিরিয়া যুব তাবলীগের সৌজন্য সাক্ষাৎ
গতকাল দেশের আধ্যাত্মিক দরবার সমূহের মধ্যে অন্যতম মুনিরিয়া যুব তাবলীগ কমিটির একদল নেতৃবৃন্দ দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় দফতরে মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
আগত নেতৃবৃন্দ মুনিরিয়া যুব তাবলীগের কার্যক্রম ও উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশের ইসলামি তাহজিব-তামাদ্দুন রক্ষায় সর্বসাধারণের মাঝে আধ্যাত্মিকতার জ্ঞান ছড়িয়ে দেয়ার বিকল্প নেই। আত্মশুদ্ধি ও বাতেনি ইলমের মাধ্যমে কিভাবে জাহেল থেকে আবেদে পরিণত হয়ে জান্নাতী মানুষে রূপান্তর হতে হয় সেই শিক্ষার বাস্তবমুখি কার্যক্রম সম্পন্ন করে মুনিরিয়া যুব তাবলীগ।
নেতৃবৃন্দ বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ব্যক্তি পর্যায়ে ইসলামি মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যা ইসলাম ও তাসাউফের শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব। যুব তাবলীগের মূল উদ্দেশ্যই হলো মানুষকে ইসলামের সঠিক দিকনির্দেশনার মাধ্যে সমাজের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী অর্জনে সর্বাত্মক সহযোগিতা করা। সৌজন্য সাক্ষাৎ কালে দেশের দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে এ শিক্ষা ধারার কোন বিষয়সমূহের প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন তা আলোচনা করা হয়। এছাড়াও যুগোপযুগি ও শিক্ষারমান উন্নয়নে মাদরাসা শিক্ষায় যে সকল সংযোজন-বিয়োজন প্রয়োজন সে বিষয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুনিরিয়া যুব তাবলীগে কমিটির সিনিয়ার সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, মুনিরিয়া যুব তাবলীগ কমিটির মহাসচিব ও নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. জালাল আহম্মদ, ইয়াছিন শাহ্ কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কাজী মোহাম্মদ ইসমাইল।