ফেনীতে জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মমতাজীর মতবিনিময় সভা
২৭ ফেব্রুয়ারি, ২০২৩ মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষার দাবীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভায় জমিয়াতুল মোদার্রেছীন এর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মমতাজী বলেন, মাদ্রাসা শিক্ষার সিলেবাস কারিকুলামের সাথে আমাদের ঈমান আকিদার সম্পর্ক,এ বিষয়ে শৈথিল্য প্রদর্শন বা আপোষের কোন সুযোগ নেই। তিনি
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ও সংযুক্ত উভয় ধরনের এবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিডডে মিল চালুর জোর দাবী জানিয়ে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেন। কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যক্ষ মাওলানা এজহারুল হক মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষার
জন্য সর্বাগ্রে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র কারিকুলাম প্রণয়নের জোর দাবী পেশ করেন। ফেনী জেলা জামিয়াতুল মোদার্রেছীন জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা হোছাইন আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নুরুল আফছার ফারুকী এর সঞ্চালনায় উক্ত
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা শাহ ইয়াছিন, অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ ভূঁঞা, অধ্যক্ষ মাওলানা হোছাইন আহমদ, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান,অধ্যক্ষ মাওলানা মোশারফ হোছাইন, সুপার মাওলানা হানিফ, অধ্যক্ষ মাওলানা বজলুল হক, জেলা শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান মজুমদার, সদর উপজেলা সেক্রেটারি সুপার মোহাম্মদ আবদুল লতিফ, সদর উপজেলা কোষাধ্যক্ষ
সুপার আনোয়ার হোসেন ভুঁঞা , উপাধ্যক্ষ মাওলানা ছানা উল্ল্যাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ আইয়ুব প্রমুখ।