আস্থাভাজন বিশেষজ্ঞ ওলামা প্রতিনিধির সমন্বয়ে কমিটি পুনর্গঠন করা হোক পাঠ্যপুস্তকের ভুল
৫ ফেব্রুয়ারি, ২০২৩, মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপ্যাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী দেশের আস্থাভাজন বিশেষজ্ঞ ওলামা প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের কমিটি পুনর্গঠনের জোর দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, ‘নতুন শিক্ষাক্রমের জন্য ছাপানো পাঠ্যপুস্তকে ইসলামি ঈমান-আকীদা পরিপন্থি বিষয় সন্নিবেশিত হওয়ায় দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও বিভিন্ন ইসলামি সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ওঠায় এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করায় সম্প্রতি ভুল সংশোধন ও ভুলের কারণ বের করার জন্য দুটি কমিটি গঠনের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কিন্তু যাদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে তাদের দ্বারা উদ্দিষ্ট লক্ষ্য আদৌ সম্ভব নয় বলে আমরা মনে করি’।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এ দেশের কোনো পাঠ্যপুস্তকে এমন কোনো বিষয় থাকতে পারবে না যা কিনা ইসলামি ঈমান আকীদা, ইতিহাস ঐতিহ্য পরিপন্থি বা এসবের সাথে সাংঘর্ষিক। যাদের কারণে এমন সব বিষয় নতুন শিক্ষাক্রমের পুস্তকে সন্নিবেশিত হয়েছে তাদেরকে নবগঠিত কমিটিতে রেখে সংশোধনের উদ্যোগ নেয়া প্রহসন বৈ কিছুই নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই’।
নেতৃদ্বয় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞগণের সাথে দেশের আস্থাভাজন বিশেষজ্ঞ আলিম প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন করে ভুল সংশোধন ও ভুলের কারণ নির্ণয়ের জন্য কমিটি দু’টি পুনর্গঠনের জোর দাবি জানান এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।