ভোলা জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

৩ অক্টোবর, ২০২২
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা সদর উপজেলার পক্ষ থেকে ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসানকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের আয়োজনে সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল লতিফের সভাপতিত্বে গতকাল রোববার সকালে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সিরাজুল ইসলাম শাওন, মৌলভীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেছীন ভোলা সদর উপজেলা সহসভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সদর উপজেলা সম্পাদক মাওলানা মো. হারুন, দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল খালেক।
কোরআন তেলোয়াত করেন রাড়িরহাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মীর মো. বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাছির মাঝি দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. শামছুল আলম চৌধুরী। অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার সকল মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।