বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের লক্ষ্মীপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, রামগঞ্জ উপজেলা শাখার সিঃ সহ সভাপতি এবং রামগঞ্জ উপজেলাস্থ হযরত শাহমিরান আলিম মাদরাসা অদ্যক্ষ এ টি এম আবদুল্লাহ শনিবার রাত তিনটায় রামগঞ্জ মেডিকা হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়বেটিস, কিডনি ও হাটের রোগে আক্রাত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে স্ত্রী ও আত্মীয় স্বজন রেখে যান।
সকাল ১০-৩০মিনিটে শাহমিরান মাদরাসা মাঠে প্রথম জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি চাটখিল উপজেলার আবুতোরাব গ্রামের নিজ বাড়িতে ১২ টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।